চাঁদপুরে ছাত্র-জনতার বিজয় উল্লাস

চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদের উল্লাহ। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর : শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর থেকে চাঁদপুরে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উল্লাসে সড়কে নেমে আসে ছাত্র জনতা। সব বয়সী লোকজনই এই আনন্দে সামিল হয়। এ সময় আওয়ামী পন্থীদের বাসাবাড়ী, অফিস ও অন্যান্য স্থাপনা ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সোমবার (০৫ আগস্ট) বিকাল ৩টার পর থেকেই সড়কে নেমে আসে ছাত্র-জনতা। তারা শহরের বাবুরহাট থেকে শুরু করে, ওয়ারলেছ, ষোলঘল, বাসস্ট্যান্ড, ইলিশ চত্ব্র, স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, কালিবাড়ী, নতুন বাজার এলাকায় হাজার হাজার ছাত্রজনতা বিজয় মিছিল নিয়ে উল্লাস করে। এ সময় অনেকেই মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

বিকাল ৪টার পরে শহরে প্রবেশ করে সেনাবাহিনী। তারা ছাত্র-জনতার আন্দন মিছিলে সামিল হয়। পুরো শহরে সেনাবাহিনীর সদস্যর টহল দিয়ে চলে যায়।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের কারণে শহরের বাসবাড়ি থেকে বিএনপি, জামায়াত-শিবির নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে বের হয়। তারা পুরো শহর প্রদিক্ষণ করে। বহু বছর পরে রাজনৈতিক দলের এমন উল্লাস সকলে স্বাগত জানায়।

অপরদিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুলাল পাটওয়ারী বাড়ি, চাঁদপুর পৌরসভা, পৌরসভা মেয়র জিল্লুর রহমান এর বাড়ি, দীপু মনির বাসা, তার ভাই ডাঃ জের আর ওয়াদুদ টিপুর জিম সেন্টার, আওয়ামী আইনজীবীদের ভবন, জেলা ক্রীড়া সংস্থা, আওয়ামী পন্থী আইনজীবীদের অফিস, জিআরপি থানায় আগুন দেয়া হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম