চাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

চাঁদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় সম্মুখ সড়কে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য এই র‌্যালির নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক।এ সময় সাধারণ সম্পাদক এডভোকেট সেলিমুল্লাহ সেলিম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর চাঁদপুর জেলার কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর ছাত্রদল নেতৃবৃন্দকে নিয়ে কেক কাটা উদযাপন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীর সঞ্চালনায়
র‌্যালির শুরুতে বক্তব্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়াও কেন্দ্রীয় সকল কর্মসূচিতে রাজপথে থাকারও আহ্বান জানানো হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম