চাঁদপুরে চোলাই মদসহ দুই কারবারি গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরে মলতব উত্তরে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মামুন (৩৮) ও মান্নান (৪৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ম্বর ওয়ার্ড পাচঁগাছিয়া গ্রামের জলিল প্রধানীয়া বাড়ির মামুনের বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়।

মামুন উপজেলার পাঁচগাছিয়া জলিল প্রধানের বাড়ির সাইজ উদ্দিন প্রধানের ছেলে ও মান্নান জীবগাঁও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, মামুন এর দেখানো মতে তার বসত ঘরের খাটের নিচ থেকে দেশীয় তৈরী চোলাই মদ ১০ লিটার ৫টি প্লাস্টিকের বোতলের মধ্যে প্রতিটি বোতলে ২ লিটার করে যার মূল্য অনুমান প্রতি লিটার ৫শ টাকা।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন রনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে চাঁদপুরে আদালতে পাঠানো হয়েছে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম