চাঁদপুর : উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৩জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিতে দিনে তারা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেরন এর নিকট প্রার্থীতা প্রত্যাহার জমা দেন।
প্রত্যাহার করা প্রার্থীরা হলেন-শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী মো. কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক মুরাদ ও একই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মির্জা শিউলী পারভীন।
সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। এই তিন উপজেলায় প্রার্থীদের মধ্যে আগামী ২ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এর আগে ২৩ এপ্রিল এই তিন উপজেলায় ২৬ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ এবং ৪ জনের বাতিল করা হয়। এর মধ্যে আপিল করে দুইজন তাদের প্রার্থীতা ফিরে পান।
ফম/এমএমএ/