চাঁদপুরে গৃহবধু ধর্ষণের মামলায় আবুল গ্রেফতার

চাঁদপুর : অসুস্থ স্বামীর জন্য ঔষধ আনতে যাওয়ার সময় মুখে চাপা দিয়ে বাগানের নির্জনে নিয়ে ৪৫ বছর বয়সী গৃহবধুকে জোর পূর্বক ধর্ষণ করায় অভিযুক্ত আবুল বাসার মিজিকে (৫০) গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

সোমবার (২৪ জুলাই) সকালে মামলা দায়েরের পর অভিযুক্ত আবুল বাসারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম।

এরআগে রবিবার (২৩ জুলাই) দিনগত রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহজাহান বাগাদী ইউনিয়ন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

অভিযুক্ত আবুল বাশার মিজি সদর উপজেলার বাগাদী ইউরিয়নের ঘাসিপুর গ্রামের আঃ হাকিম মিজির ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক।

এই ঘটনায় ২৪ জুলাই গৃহবধু নিজেই বাদী হয়ে ধর্ষণের অপরাধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হলেন উপ-পরিদর্শক (এসআই) রহিমা বেগম।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, স্বামী অসুস্থ থাকার কারনে প্রায় সময় বনাজী ঔষদের জন্য পাশবর্তী গোলাপ খানের বাড়িতে যান গৃহবধু। গত ৪ জুলাই রাত ৯টায় অভিযুক্ত বাশার গৃহবধুর মুখে চাপ দিয়ে পাশবর্তী বাগানে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে গৃহবধুর আর্তনাদে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ও বিবস্ত্র অবস্থায় পালিয়ে যাওয়ার সময় আবুল বাসারকে হাতে নাতে ধরে ফেলে।

গৃহবধুর ছেলে জানান, স্থানীয় শালিশীরা বিষয়টা ৪ দফা বসে সমাধান না করতে পারায় মামলাটি করতে বিলম্ব হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত আবুল বাসারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম