
চাঁদপুর: চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে রেখা বেগম (২৬) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার (৪ নভেম্বর ) ভোরে শহরের খলিশাডুলী এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে।
রেখা বেগম শহরের ১৪ নং ওয়ার্ডের খলিশাডুলী এলাকার খান বাড়ির বাহরাইন প্রবাসী সোহেল খানের স্ত্রী। তার ৮ বছর বয়সী ইয়াছিন নামের একটি ছেলে রয়েছে।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, এসআই সেলিমসহ সংঙ্গীয় সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, প্রবাসী সোহেলের বোনের জামাতা শাহিনের সাথে তার স্ত্রী রেখার পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে পারিবারিকভাবে কয়েকবার শালিশ বৈঠক হয়েছে। গত দুই থেকে ৩ দিন আগে রেখা মোবাইলে স্বামীকে তালাক দেয়ার কথা বলে। কিন্তু স্বামী সোহেল স্ত্রীকে দেশে চলে আসবে বলে জানায়। পরে রাগে ক্ষোভে অনেকগুলো ঘুমের ঔষধ সেবন করে স্ত্রী।
শ্বশুর বিল্লাল খান ও শ্বাশুড়ী তাসলিমা বেগম জানান, কয়েকদিন আগে রেখা ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। শুক্রবার রাতে রেখা ওরনা দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আমরা তা দেখে ফেলায় আর আত্মহত্যা করতে পারে নি। সারারাত তার সাথে শ্বাশুড়ী ঘুমিয়েছিল। সকালে বাড়ির দৈনন্দিন কাজে ঘর থেকে বের হলে সকলের অজান্তে রেখা গলায় ফাঁস দেয়।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, এসআই সেলিম ঘটনাস্থলে ছুটে যান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/