
চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, গত আগষ্ট মাসে বাঙালি জাতির শোকের মাসে কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ১৭ চুরির মধ্যে ১৫ চুরির মামলা নিষ্পত্তি হয়েছে। চাঁদপুরে সাধারণ বাসাবাড়িতে চুরির পাশাপাশি গরু চুরিরও প্রভাব রয়েছে। সেক্ষত্রে আমরা কসাইদের উপর নজরদারি করবো।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিন এসব কথা বলেন।
তিনি বলেন, গতমাসে তেমন কোন ঘটনা না ঘটলেও এমাসে ২ টি মার্ডারের ঘটনা ঘটছে। একটি মৈশাদী ও হাজীগঞ্জে। মৈশাদীর ঘটনায় ইতিমধ্যে আসামীদের আটক করা হয়েছে। হাজীগঞ্জের মার্ডারটি স্থানীয় একটি সমস্যা। অনেকেই এটিকে অন্যভাবে প্রবাহিত করতে চাচ্ছে আসলে তা নয়। এটি একটি বিক্ষিপ্ত ঘটনা। এটিতে অন্যকোন বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এ মাসে ভোরে শহরের একটি স্বর্নের দোকানে চুরি হয়েছে। অচিরেই এ মামলার আসামীদের দরতে সক্ষম হবো। গড়ে খুন হচ্ছে চাঁদপুরে মাসে ২ টি অথচ মাসে গড়ে ৩০ টির মত চাঁদপুরে আত্মহত্যা হচ্ছে। আত্মহত্যা কোন সমাধান নয়। এ বিষয়ের উপর আমাদেরকে কাজ করতে হবে এবং সচেতনামূলক কিছু করতে হবে।
মাদক নিয়ে পুলিশ সুপার বলেন, মাদককে দমন করতে হলে মাদকসেবীদের চিহ্নিত করে তাদের কাউন্সিলিং করতে হবে। অন্যথায় মাদককে দমন করা কষ্টকর হয়ে যাবে। কারণ মাদকসেবীরা তাদের চাহিদা পূরণ করতে মাদক ক্রয় করে আনবেই।
সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
ফম/এস.পলাম/এমএমএ/