চাঁদপুর : ছাত্র-জনতার অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে মহান আল্লাহর শুকরিয়া ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বিজয় মিছিল করেছে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখা।
শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমআ শহরের শপথ চত্ত্বর প্রাঙ্গণে সারাদেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে এই বিজয় মিছিলের আয়োজন করা হয়।
সংগঠনের পৌর শাখা সভাপতি এস এম সুলতান আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় মিছিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যদেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি তোফায়েল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইম, প্রশিক্ষণ সম্পাদক মনির হোসেন শিপন, যুব বিষয়ক সম্পাদক হাফেজ সেলিম রেজা, বায়তুলমাল সম্পাদক আবু সাফায়াত, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি সাইফুদ্দিন আহমদ, জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা মিজানুর রহমান ও চাঁদপুর শহর সভাপতি আব্দুল্লাহ সিয়াম প্রমুখ।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখা মোড়ে গিয়ে আন্দোলনে নিহত সকলের শহিদী মর্যাদা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ফম/এমএমএ/