
চাঁদপুর: চাঁদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত সমতল এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় সদর উপজেলায় বসবাসরত ত্রিপুরা ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা হল রুমে এ সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও সাইকেল বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক, খোকন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রাখাল ত্রিপুরা।
সংস্থার শিক্ষা সম্পাদক বাবুল ত্রিপুরা, প্রচার সম্পাদক নারায়ন ত্রিপুরা, মহিলা সম্পাদক গৌরী রানীসহ ত্রিপুরাসহ সমাজের আরো নেতারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৬ জন শিক্ষার্থী মাঝে সাইকেল এবং ৩০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। একই সময় জাতীয় সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয় থেকে চলতি প্রাপ্ত অনুদান ও উপকরণ বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের সুদৃষ্টি সবসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের প্রতি রয়েছে। সমতল ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের এই সংস্থার মাধ্যমে একত্রিত করা হয়েছে। যা একটি ভালো উদ্যোগ। বর্তমানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সরকার থেকে বেশি সুবিধা পেয়ে থাকে। বিভিন্ন উপজাতি সম্প্রদায় জনগোষ্ঠীর মানুষেরা বর্তমানে শিক্ষিত হয়ে সরকারি দায়িত্বশীল পদে কাজ করে যাচ্ছেন। প্রশাসন সার্বক্ষণিক এই ধরনের মানুষদের নিরাপত্ত্বা বিধানে কাজ করে যাচ্ছে।
ফম/এমএমএ/