
শনিবার (২৮জুন ) সকালে শহরের ওয়্যারলেছ বাজার এলাকাস্থ চিল্ড্রেন একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর চিলড্রেন একাডেমির পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ মো. কাউছার পাটওয়ারী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার পাটোয়ারীর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক আমেনা বেগম, সাবিনা ইয়াসমিন ও নাজমুল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, সরদার খান প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহাগ প্রধানীয়া, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য জাকির হোসেন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী বাবুল সর্দার, অভিভাবক মো. রাসেল আলম প্রমুখ।
বক্তারা বলেন কোমলমতি শিশুদের দেশীয় ফল চেনানো এবং দেশীয় ফলের গুনাগুন সম্পর্কে জানানোর এই উদ্যোগটি প্রশংসা দাবি রাখে। এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম হারিয়ে যাওয়া দেশীয় ফল সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি এই উৎসবের অংশ নিতে পেরে শিশুরা যে আনন্দ পেয়েছে, তা তাদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।