চাঁদপুর: চাঁদপুরে কোটা বিরোধী আন্দোলনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
রবিবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচি চলাকালে এতে বাধা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাছিম আখতার এবং স্থানীয় ছাত্রলীগ নেতারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাছিম আখতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এমনিতে প্রতিষ্ঠান নিয়ে অনেক জামেলায় আছি। তার ওপর তোমরা আন্দোলন করতে এসেছ। আন্দোলন করলে এখনে কেন? তোমরা ঢাকায় গিয়ে আন্দোলন করো।’
শিক্ষার্থীদের আন্দোলনে বাঁধা দিতে নেতাকর্মী নিয়ে আসেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অনিক। তবে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন।
পরে বাঁধা উপেক্ষা করে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এ সময় তারা কোটা সংস্কারসহ আন্দোলনকারীদের দেশের বিভিন্ন স্থানে হামলার নিন্দা ও আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যাহারের দাবী জানান।
ফম/এমএমএ/