
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চাঁদপুরের বিচার বিভাগের ও জেলা লিগ্যাল এইডের আয়োজনে কেক কাটছেন জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।
চাঁদপুর: জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর বিচার বিভাগ ও জেলা লিগাল এইডের আয়োজনে কেক কাটা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।
উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ শাহেদুল করিম, জেলা লিগ্যাল এইড অফিস আর শুভ্রা চক্রবর্তী সহ বিচার বিভাগের অন্যান্য বিচারক।
এছাড়াও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনসহ জেলা লিগ্যাল এইডের আইনজীবী সহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/