চাঁদপুরে এনসিটিএফের আয়োজনে শিশুদের নিয়ে প্রতিযোগিতা

চাঁদপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা এনসিটিএফ এর আয়োজনে এবং তারুণ্যের অগ্রদূতের সহযোগিতায় শিশুদের নিয়ে বিভিন্ন   প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে প্রায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে।

ইভেন্টগুলো হলো আবৃত্তি, দেশাত্মবোধক গান ও সুন্দর হাতের লেখা। এনসিটিএফের সভাপতি আঞ্জুমান আরা আকসা সভাপতি এনসিটিএফ চাঁদপুর। আঞ্জুমান আরা আকসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারুণ্যের অগ্রদূতের সভাপতি ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন তারুণ্যের অগ্রদূতের সাধারণ সম্পাদক প্রীতি ঘোষ।

বক্তারা তাদের বক্তব্যে মধ্যে সমাজের অবহেলিত শিশুদের নিয়ে বিভিন্ন কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আনাস ইবনে আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহতাসিনা তানি, সাংগঠনিক সম্পাদক ত্বহা মাহমুদ ইফতি, শিশু গবেষক সাহিরা নাছির (মেয়ে), চাইল্ড পার্লামেন্ট মেম্বার ওমায়ের মাহমুদ (ছেলে), চাইল্ড পার্লামেন্ট মেম্বার তাসনিয়া আক্তার (মেয়ে), শিশু সাংবাদিক সপ্তক বিশ্বাস (ছেলে), এবং সাধারণ সদস্য  সিয়ামুর রহমান ইরফান খান প্রমুখ।

অনুষ্ঠানে সহযোগিতায় সাথে ছিলেন এনসিটিএফ চাঁদপুর জেলার জেলা ভলান্টিয়ার জুবায়ের ইসলাম।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম