চাঁদপুর: সারাদেশের ন্যয় চাঁদপুরে কাঁচা মরিচ ৬০০ থেকে শুরু করে ৯০০টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে অভিযানের টের পেয়ে এখন মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০টাকা।
সোমবার (৩ জুলাই) চাঁদপুর শহরের পালবাজারে অভিযান চালানো হয়। অভিযানে দুটি সবজি আড়তে মূল্য তালিকা না থাকায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, আজ পাল বাজারে জেলা প্রশাসন চাঁদপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ অভিযান।
পাল বাজারে সবজির আড়তে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স মৃধা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২ হাজার টাকা এবং মেসার্স জনতা ট্রেডার্সকে ৩ হাজার টাকাসহ সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফম/এমএমএ/