চাঁদপুর: মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে ৩১ জুলাই (সোমবার ) বেলা ১ টায় কলেজ কনফারেন্স কক্ষে চাঁদপুর সরকারি কলেজ ল্যাংগুয়েজ ক্লাব (সিসিএলসি) এর উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ক সফ্ট স্কিল এর বিশেষ কোর্স-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শেখ মো. খলিলুর রহমান এবং উপদেষ্টা কমিটির শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘আমাদের শিক্ষার্থীসহ দেশের তরুণদের স্মার্ট নাগরিক হিসেবে গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সফ্ট স্কিল। আমাদের অনেকগুলো সফ্ট স্কিল কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজকে একটি কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। উপস্থাপনা ও বক্তৃতা নিয়ে বিশেষ কোর্স এর মাধ্যমে শিক্ষার্থীদের সফ্ট স্কিল বৃদ্ধি পাবে, নিজেদের সফ্ট স্কিল বৃদ্ধিতে প্রত্যেক শিক্ষার্থীর উচিত ল্যাংগুয়েজ ক্লাবের সাথে যুক্ত থাকা। ল্যাংগুয়েজ ক্লাব শুধু ভাষা চর্চার মধ্যেই সীমাবদ্ধ না থেকে আরো অন্যান্য সফ্ট স্কিল বৃদ্ধিতে কাজ করবে। ভবিষ্যতে ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে আমাদের আইসিটি ডিভিশনের সাথে সমন্বয় করে আরো অন্যান্য কোর্সের ব্যবস্থা করা হবে। নিজেদেরকে দক্ষ এবং আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলতে এই ল্যাংগুয়েজ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি এর সফলতা কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ক সফ্ট স্কিলের বিশেষ কোর্স-এর প্রথম সেশন স্পিকার হিসেবে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ.এম হাসান শাহরিয়ার এবং রসায়ন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি লিও ইমরান খাঁন, সহ-সভাপতি মোঃ আল আমিন এবং শাহবুদ্দিন নিশু, সাধারণ সম্পাদক শাকিল মজুমদার, সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলামসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং উক্ত কোর্সের সমন্বয়ক হিসেবে ছিলেন শাহ-পরান, রিয়াজ রহমান রিফাত ও মারিয়া জাহান। বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী সফ্ট স্কিল কোর্সের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/