চাঁদপুর: আগামী ৬ নভেম্বর সারাদেশে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলায় পরীক্ষা সুষ্ঠু ও সু-শৃঙ্খলভাবে গ্রহনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
জানাগেছে, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা রীতিমাফিক সুষ্ঠু পরিবেশে সুচারুরূপে সম্পন্ন করতে আজ একটি প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়। সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন এইচএসসি, আলিম, ভোকেশনাল এবং সমমানের পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভার সঞ্চালনায় ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। এতে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরাণ বাজার ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/