চাঁদপুরে ঈদ যাত্রীদের জন্য বাস-লঞ্চ ও ট্রেনের ব্যবস্থাপনা প্রস্তুত

ফাইল ছবি।

চাঁদপুর : আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদ উল আযহা। ৮ জুলাই পবিত্র হজ্ব। ৯ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ। এরপরদিন অর্থাৎ ১০ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপন হবে।

ঈদে কর্মমূখী মানুষ বাড়িতে আসার জন্য ব্যস্ত থাকেন। তবে ঈদ উল ফিতরের তুলনায় ঈদ উল আযহায় চাপ কিছুটা কম থাকে।

গত দুই বছর করোনা মহমারির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেননি। তবে এ বছর এখন পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। যার কারণে চাঁদপুরে আসার জন্য বাস, লঞ্চ ও ট্রেনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। যাত্রীদের জন্য এসব যানবাহনগুলো প্রস্তুত রয়েছে। কোনভাবেই যানবাহন সংকট নেই। সংশ্লিস্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ করে এসব তথ্য জানাগছে।

নৌ, সড়ক ও রেলপথের যাত্রীদের জন্য ইতোমধ্যে প্রশাসন থেকেও প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার বাহির থেকে আসা যাত্রীদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে।

এদিকে, আজ সোমবার (৪ জুলাই) বিকেলে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঈদ উল আযহা উপলক্ষে মানুষ এখন ঘরমুখী। ঈদকে ঘিরে মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সোচ্চার হতে হবে।

তিনি আরো বলেন, ঈদের আগের ৩দিন, ঈদের পরের ৩দিন এবং ঈদের দিনকে ঘিরে রাতের বেলা নদীতে বাল্কহেড আর সড়কে মটর সাইকেল চলবেনা। এ বিষয়ে আমাদের তৎপর থাকতে হবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম