চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী রেলি ও মটর শোভাযাত্রা

চাঁদপুর: আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই স্লোগানকে সামনে নিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য রেলি ও মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ দলীয় কার্যালয় সামনে থেকে বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রার আয়োজন করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যুবকদের মধ্যে যে চেতনা শানিত হয়েছে তা সরকার পতন আন্দোলনকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, আদর্শবান যুবকরা ঐক্যবদ্ধ হয়ে জালিম সরকারের পতনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
জেলা যুব আন্দোলনের সহ সভাপতি মাওলানা সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক সাবেক যুবনেতা মাওলানা হেলাল আহমাদ, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক সাবেক যুবনেতা এইচ.এম নিজাম।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ হোসাইন, পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওমর খান রাহাত, সাধারণ সম্পাদক মোঃ আকাশ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
চাঁদপুর শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি ও মটর শোভাযাত্রা বের হয়ে হাজী মহসিন রোড, নতুন বাজার কালিবাড়ি মোড় হয়ে বিপুনিবাগ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম