চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

চাঁদপুর: চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন সদর যুব আন্দোলনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার হানারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

তিনি বক্তব্যে বলেন, আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। সবাইকে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে আমাদের পরিবেশ বাসযোগ্য হয়ে উঠবে।

তিনি বলেন, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও মনোনয়ন বাণিজ্যকারীরাই পিআর সিস্টেম নির্বাচনকে ভয় পায়। পিআর সিস্টেম বা আনুপাতিক হারে নির্বাচন হলে সকল ভোটারের ভোটের প্রতিফলন ঘটবে। কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে।  পেশিশক্তির রাহু গ্রাস থেকে ভোটাররা নিরাপদ থাকবে।

এই নেতা বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে ভোট বাক্স ছিনতাই হবে না। সর্বোপরি দেশে নতুন করে স্বৈরাচার সৃষ্টি হবে না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো দেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে থাকলেও একটি রাজনৈতিক দল এর চরম বিরোধিতা করে আসছে।

এ সময়  উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, হানারচর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা যুব আন্দোলন সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তফা পাটওয়ারী, হাফেজ তানজিল আহমাদ, আবু সাইদ বেপারী প্রমুখ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম