চাঁদপুর: বৈষম্যের স্বীকার নিরীহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম ওলামাদের দাবির মুখে পদত্যাগ করেছেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মো. রুহুল আমিন।
রোববার (২৫ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে আমি কর্মরত। দেশের পরিবর্তিত পরিস্থিতে চাঁদপুর জেলা হতে আমাকে অন্য যে কোন স্থানে বদলী করলে আমার কোনরকম আপত্তি থাকবে না এবং আমি অন্যত্র চলে যেতে ইচ্ছুক। চাঁদপুরের বর্তমান অবস্থা খুবই খারাপ। এমন পরিস্থিতিতে চাঁদপুর হতে আমাকে অন্য যে কোন নিরাপদ স্থানে বদলি করে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন। পদত্যাগ পত্র গ্রহনের জন্য মহাপরিচালককে অনুরোধ করেন।
এদিকে উপ পরিচালক মো. রুহুল আমিন এর পদত্যাগ চেয়ে রবিবার দুপুরে বিক্ষোভ করেছেন বৈষম্যের স্বীকার নিরীহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম ওলামারা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বৈষম্যের স্বীকার নিরীহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম ওলামারা তাঁকে নিয়ে সমালোচনা করেন। এমন অবস্থায় পদত্যাগ করেন রুহুল আমিন।
ফম/এমএমএ/