চাঁদপুরে ইলিশ ধরায় ৬ জেলের অর্থদন্ড

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় ৬ জেলেকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালায় উপজেলা টাস্কফোর্স। এ সময় ৬ জেলেকে ইলিশ ধরা অবস্থায় হাতে নাতে আটক করা হয়। জব্দ করা হয় ৫ হাজার মিটার কারেন্টজাল, ২৫ কেজি ইলিশ মাছ ও ১টি মাছ ধরার কাঠের নৌকা।

তিনি আরো জানান, জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট, ইলিশ মাছ স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে। অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম