চাঁদপুরে ইলিশ আহরণে বিরত ৪৪ হাজার পরিবার পেয়েছে খাদ্য সহায়তা

চাঁদপুর : ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরা থেকে বিরত থাকা ৪৪ হাজার ৩৫ জেলে পরিবারের মাঝে খাদ্য সহতায়তা (চাল) বিতরণ প্রায় সম্পন্ন হয়েছে।

গত এক সপ্তাহে জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার নদী উপকূলীয় ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে বিজিএফের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানাগেছে, জেলার নিবন্ধিত জেলের পরিমান ছিলো ৫১ হাজার ৯শ’ জন। কিন্তু এ বছর জেলে তালিকা হালনাগাদ করার কারণে জেলের পরিমাণ কমে আসে। ওই তালিকা হালনাগাদ করার কাজ এখনো কাজ বাকী আছে। যার ফলে ৫১ হাজারের মধ্যে ৪৪ হাজার জেলের বিজিএফ বরাদ্দ এসেছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ১ হাজার ২০ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ পূর্বে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদেরকে সচেনতন করার লক্ষে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম খান।

এ সময় জেলেদের মাঝে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম