সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।
জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, বিসিবির কোচ ও নির্বাচক মো. রুহুল কুদ্দুস শামিম, ক্রিকেটার মোরসালিন খান, চাঁদপুরের ভেনু ম্যানাজার গাউসুল আলম, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম এ সময় উপস্থিত ছিলেন।
চাঁদপুর স্টেডিয়ামের ভেনুতে অংশ নিয়েছে ৪টি জেলা। দলগুলো হলো- নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও ব্রাহ্মন বাড়িয়া। উদ্বোধনী ম্যাচে খেলা পরিচালনা করেন আম্পায়ার সুকন ও ফারুক।