চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে গত ৫বছর মাঠে ময়দান থেকে হারিয়ে যাওয়া এবং করোনাকালীন সময়ে যাদেরকে সাধারণ গরীবও দুস্থ মানুষের পাশে দেখা যায়নি তাদের আগমণ ঘটেছে। এর মধ্যে কিছু চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থী আছেন যারা এই নির্বাচনকে ব্যবসা হিসেবে গ্রহণ করেন।
বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সাথে ইউপি নির্বাচন সম্পর্কে আলাপ করলে জানান, সরকারের অধিকাংশ উন্নয়ন কাজ বাস্তবায়ন করেন চেয়ারম্যান ও ইউপি সদস্য। বর্তমান সরকারের আমলে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে ছিলেন জনপ্রতিনিধিরা। তবে কেউ কেউ ব্যাতিক্রমও আছেন। যারা সামর্থ থাকা সত্ত্বেও কিংবা সরকারের ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। কেউ কেউ সাপ্তাহিক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করে শুক্র ও শনিবারে এসে দাপ্তরিক কাজ করেছেন। এসব বিষয়ে স্থানীয় সরকারের দায়িত্বরত চাঁদপুরের কর্মকর্তাদের অবগত করানো এবং গনামধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিষদ এলাকায় ঘুরে দেখাগেছে তরপুরচন্ডী, শাহমাহমুদপুর, আশিকাটি, বাগাদী বালিয়া ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা মনোনয়ন পত্র ক্রয় করছেন, আবার কেউ জমা দিচ্ছেন।
ফম/এমএমএ/