চাঁদপুর: ”সকল ক্ষেত্রে সকলের তরে মানবাধিকার নিশ্চিত করতে হবে” এ শ্লোগানে চাঁদপুরে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার কেন্দ্রীয় পরিচালক পর্ষদের প্রশাসনিক পরিচালক গাজী রহমতউল্ল্যাহ নেতৃত্বে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলহাজ্বদেলোয়ার হোসেন, সালে আহমেদ রানা, আক্কাস খান, মোঃ আলী আজগর মিঠু, মোঃ হোসেন মোল্লা (লিটন), কানু দত্ত, মোঃ জসিম উদ্দিন, মোঃ আফসার ইয়ামিন, মোঃ নাসির পাঠান, খন্দকার শাহিদুল আলম মাহফুজ, মাসুম মুন্সি, রেদোয়ানুর রহমান রিপন, শহড়বানু, নাজমা বেগম, বাদল খান, নুরজাহান কুমকুম, বিলকিস, সুমী বেগম, মাওলানা আবদুল মান্নান, বিল্লাল খান, আকতার সিকদার, বাবুল হোসেন গাজী প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, সর্বস্তরে মানবাধিকার নিশ্চিত করতে সকল মানবাধিকার সংগঠনগুলো কাজ করছে,মানবাধিকার দিবসে আজকে আমাদের দাবি বিশ্বশান্তির লক্ষ্যে জাতিসংঘ ও আমেরিকাকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে, এর সাথে সাথে গাজায় ইজরাইল বর্বরযুদ্ধ বন্ধ করতে হবে।
ফম/এমএমএ/