চাঁদপুরে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

নগদ ৩ লাখ ৪৬ হাজার ৫শ' টাকা উদ্ধার

ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর :  আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা বিল্লাল লস্কর (৩৫) সহ ৪ সদস্যকে গ্রেফতার  করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ সদস্যকে  গ্রেফতার  করে পুলিশ। বিল্লালের হেফাজতে থাকা চুরি করে অটো রিক্সা বিক্রয় করা ৩ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৮ এপ্রিল ) দুপুরে গ্রেফতারকৃতদের চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা  হলেন-চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্য শ্রিরামদী এলাকার মৃত. নূর আমিন লস্করের ছেলে মোঃ বিল্লাল লস্কর (৩৫), পশ্চিম রামদাসদী এলাকার তাফাজ্জল গাজীর ছেলে মোঃ রঞ্জু গাজী (৫২), শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের মজু মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৫৫) ও শরিয়তপুর জেলার কার্তিকপুর গ্রামের খালেক ফকিরের ছেলে মোঃ আব্বাস ফকির (৪৮)।

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এনামুল হক চৌধুরী ১৭ এপ্রিল রোববার রাতে দোকানঘর এলাকা থেকে বিল্লাল কে আটক করে থানায় নিয়ে আসেন। ২০২১ সালের ১১ নভেম্বর সাইদুর রহমান সাঈদ নামের একজন অটো রিক্সা হারিয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ৪০। দীর্ঘদিন তদন্তের পর আন্তঃ জেলার চোর চক্রের সদস্য বিল্লালকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থান থেকে রঞ্জু, শাহ আলম ও মোঃ আব্বাস কে আটক করা হয়। বিল্লালের হেফাজত থেকে নগদ ৩ লক্ষ ৪৬টাকা ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এনামুল হক চৌধুরী জানান, আন্তঃ জেলা চোর চক্রের মূলহোতা বিল্লাল লস্কর কে প্রথমে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে বাকি ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম