চাঁদপুরে আধুনিক পদ্ধতিতে সবজি চাষাবাদের কলাকৌশল সম্পর্কিত প্রশিক্ষণ

চাঁদপুর: পঞ্চম পর্যায়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক “আধুনিক পদ্ধতিতে সবজি চাষাবাদের কলাকৌশল সম্পর্কিত প্রশিক্ষণ” (কৃষকদের ২য় ব্যাচ ৩০ জন) এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, ইউডিএফ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প হারুনুর রশীদ হীরাসহ রিসোর্স পার্সন ও প্রশিক্ষণার্থীবৃন্দগণ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদেরকে সম্মাননা প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম