চাঁদপুর: চাঁদপুরের আঞ্চলিক সড়কগুলোতে ভ্রাম্যমাণ চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর সদর হতে ফরিদগঞ্জ, চাঁদপুর সদর হতে হাজীগঞ্জ, হাজীগঞ্জ হতে কুমিল্লা, চাঁদপুর সদর হতে মতলব দক্ষিণের রাস্তায় ভ্রাম্যমাণ চেক পোস্ট বসানো হয়। এ সময় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
লফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরীপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/