চাঁদপুর : চাঁদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ড খালিশাডুলী বরকান্দাজ বাড়ীতে রান্না ঘরের আগুনে পুড়েছে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের ৪টি বসত ঘর। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকেত অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের দুইটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া বসতঘরগুলো হলো- দৃষ্টিপ্রতিবন্ধী মোতালেব ও আলমগীর এবং সোহেল ও রুবেলের। পরিবারের সকলেই খুবই অসহায়। মোতালেব ও আলমগীর দৃষ্টি প্রতিবন্ধী। বাকী দুই ভাই সোহেল ও রুবেল শ্রমিকের কাজ করেন।
অগ্নিকান্ডে পরিবারের ৪টি বসতঘর পুড়ে যাওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েন অন্ধ আলমগীর ও তার পরিবারের সদস্যরা।
তিনি জানান, সন্ধ্যায় রান্নাঘরে চুলার আগুন থেকে প্রথমে মোতাহেরের বসতঘর আগুল লাগে। পরে একে একে তাদের বসতঘর পুড়ে যায়। ঘর থেকে কোন কিছুই সরানো সম্ভব হয়নি। এতে তাদের ঘর ছাড়াও মূল্যবান ৩-৪ লাখ টাকা মূল্যবানের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সান্নাউল্ল্যাহ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ীতে ফায়ার সার্ভিসের গাড়ী নেয়ার পথ না থাকায় কিছুটা বিলম্ব হয়েছে। এলাকাবাসী ও দুইটি ইউনিটের প্রচেষ্টায় তারপরও পুরো বাড়ীকে আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
ফম/এমএমএ/