চাঁদপুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল হতে অস্বচ্ছল শ্রমিকদের মাঝে চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষা সহায়তার আর্থিক অনুদান ৭ লাখ ২৫হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক বিতরণের আযোজন করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে ২১ জন শ্রমিকের হাতে চেক তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন প্রমূখ।
ফম/এমএমএ/