চাঁদপুর : নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরায় ১১ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ৯ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
শুক্রবার (৫ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন, রুবেল বরকন্দাজ (২৮), মো. সাইফুল ইসলাম (২৮), মো. কাউছার গাজী (২৬), খলিল দেওয়ান (৩৩), নাছির আহমেদ ঢালী (৩৪), মো. মোস্তফা মাল (৬০), মো. করিম (২২), ইউসুফ আলী প্রধানিয়া (৪৫), জামাল বেপারী (৪৬), মো. সাহানুরী (১৬) ও মো. শাহিন (১৭)।
ওসি কামরুজ্জামান বলেন, আজ ভোরে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের লালপুর নামক স্থান থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় এসব জেলেদের আটক করা হয়। এসময় এসব জেলেদের হেফাজতে থাকা ৩ হাজার ৪শ’ মিটার অবৈধ কারেন্টজাল ও ৪টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।
ফম/এমএমএ/