চাঁদপুর : চাঁদপুর সদরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুত ও উচ্চ মূল্যে বিক্রির দায়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁনসহ জেলা প্রশাসনের অন্যান্য ম্যাজিস্ট্রেটরা।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার পৌরএলাকার বিভিন্ন বাজারে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত ও বাজার তত্ত্বাবধান কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুত ও উচ্চ মূল্যের অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান আছে ও থাকবে।
ফম/এমএমএ/