চাঁদপুরে অন্ধ কোরআনে হাফেজদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর: আমেরিকা প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক মোকসেদুর রহমান সেলিমের অর্থায়নে চাঁদপুরের ২৫জন অন্ধ কোরআনে হাফেজের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে হাফেজদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন প্রেসক্লাবের নেতারা।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জ্যেষ্ঠ সাংবাদিক জালাল চৌধুরী, আলম পলাশ, আব্দুল আউয়াল রুবেল, সোহেল রুশদী, জিএম শাহীন, আল-ইমরান শোভনসহ জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থপনায় নিউইয়র্কে বসবাসকারী চাঁদপুরবাসীর সংগঠন ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইর্য়ক ইনক’ এর অর্থায়নে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সাংবাদিকরা জানান, ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইর্য়ক ইনক’ সংগঠনটি এর আগেও অসহায় ও দুস্থদের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। আগামীতেও তাদের এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম