চাঁদপুর: চাঁদপুরে অনুষ্ঠিত ৩২ তম মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার কার্যক্রমের শুভ সূচনা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম মাঠে বাঁশের খুটি মাটিতে পুতে মেলা মাঠের কাজের শুভ সূচনা করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ এম এ ওয়াদুদ ( অবঃ)।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আবুল খায়ের পাটোয়ারী,মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহা সচিব হারুন আল রশিদ, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, স্টিয়ারিং কমিটির সদস্য শহীদ পাটোয়ারী,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম মহা সচিব মাহফুজুর রহমান টুটুল,জয়নাল আবেদিন জনু, শরীফ চৌধুরী, সাংস্কৃতিক ব্যবস্হাপনা পরিষদের আহ্বায়ক তপন সরকার,কার্যকরী সদস্য মোঃ বিল্পব সরকার, মঞ্চ ব্যবস্হাপনা পরিষদের সদস্য সচিব মানিক দাস,সমন্বয়কারী শেখ আল মামুন, মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মনির হোসেন মান্না, সদস্য সচিব অভিজিত রায়,নাট্য ব্যবস্হাপনা পরিষদের আহ্বায়ক গোবিন্দ মণ্ডল,সদস্য সচিব এমআর ইসলাম বাবু, সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারীসহ আরো অনেকে।
ফম/এমএমএ/