চাঁদপুরে অটোরিকশার সাথে সংঘর্ষে বাইকারের মৃত্যু

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কে অটোরিকশার সাথে বাইকের সংঘর্ষে বাইকার মো. রেদওয়ান রাজা (৪৯) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

রেদওয়ান একই ইউনিয়নের বাগাদী গ্রামের রাজা বাড়ীর মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। তিনি দুই সন্তানের জনক। পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী।

মৃত রেদওয়ানের ছোট ভাই খোরশেদ আলম বলেন, দুপুরে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে লোকজন বাগাদী চৌরাস্তা তার দোকানের সামনে রেদওয়ানকে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করলে যাওয়ার পথে মতলব পার হলে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। দুর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হবে। পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর নিকট আবেদন করা হয়েছে। আইন পক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম