চাঁদপুর: ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হয়ে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের। পরে সবার ঐকমত্যের ভিত্তিতে এ ঘোষণাপত্র দেওয়া হবে বলে সরকার থেকে জানালে এতে সম্মতি দেন ছাত্র-আন্দোলনের সমন্বয়করা।
তবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে বলে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।
সেই লক্ষ্যে জেলায় জেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীরা।
তারই অংশ হিসেবে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান তামিম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথভাবে সারাদেশে জুলাই ঘোষণাপত্রে জনআকাঙ্ক্ষার কথা নিয়ে আসতে গণসমাবেশ করবে এবং সকল শ্রেণীর জনগণকে ঐক্যবদ্ধ করতে এই জনসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। আজ আমরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে চাঁদপুর জেলার ৮ উপজেলায় বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের শিক্ষার্থী রবিউল, তানিম মারজুক মুঈদ প্রমূখ।
ফম/এমএমএ/