চাঁদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুরের ৫ টি সহ ১২১টি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দলটির নেতারা বলেছেন, তারা মোট ২০০টি আসনে প্রার্থী দেবেন। বাকিদের নাম পরে ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সুপ্রিম পার্টি এবং দলটির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমাদের জোট লিবারেল ইসলামিক জোটের পক্ষ থেকে মোট ২০০ আসনে প্রার্থী দেবো। আজ আংশিক তালিকা ঘোষণা করছি।’
বিএসপি ও লিবারেল ইসলামিক জোটের মনোনয়নপ্রাপ্তদের প্রসঙ্গে সাইফুদ্দীন বলেন, ‘সারা দেশে আমাদের ৩০ জন হেভিওয়েট প্রার্থী আছেন। সুষ্ঠু নির্বাচন হলে তারা বিজয়ী হবেন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। তৃতীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দিয়েছি।’
বাংলাদেশ সুপ্রিম পার্টি’র (বিএসপি) চাঁদপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন ইয়াছিন, চাঁদপুর-২ মনির হোসেন, চাঁদপুর-৩ মালেক মিয়াজী, চাঁদপুর-৪ মকসুদুর রহমান, চাঁদপুর-৫ রফিকুল ইসলাম।
ফম/এমএমএ/ ফয়েজ/