চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা ১৪ টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সম্মেলন করল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১১ আগস্ট) সকাল ও বিকেলে চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের ব্যবস্থাপনায় উপজেলার সকল ইউনিয়নের নির্ধারিত স্থানে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিটি ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
প্রতিটি ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সম্মেলনে নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে ইউনিয়ন ইসলামী আন্দোলন ও সকাল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রত্যেকটি ওয়ার্ড থেকে নেতা কর্মীরা সবগুলো স্থলে উপস্থিত হন।
সকালে ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন। বিকেলে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন। ৬ নং মৈশাদী ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী। ৩নং কল্যাণপুর ইউনিয়নের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ। ৪নং আশিকাটি ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের জয়েন সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন রাজী। হানারচর ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ জামাল গাজী সোহাগ। ৫নং রামপুর ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা বেলাল হোসাইন।
এছাড়াও অন্যান্য ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সম্মেলনে জেলা ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রতিটি ইউনিয়নে একযোগে একই দিনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন হওয়ায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অনেকটা উজ্জীবিত দেখা যায়। সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আগামী দিনে এদেশের মানুষ, ইসলাম ও মানবতার কল্যাণে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তারা বলেন, এই সরকারের পতন ঘটাতে ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে যাবে।
ফম/এমএমএ/