চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাব ও রেডক্রিসেন্ট হাসপাতালের আজীবন সদস্য, দৈনিক চাঁদপুর দর্পণ সহ জাতীয় ও চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় কাজ করা সিনিয়র সাংবাদিক, সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক নাজমুস শাহাদাত (শাহাদাত তালুকদার) আর নেই। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজীউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। ৯জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর ঢাকার মোহাম্মদপুর আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার (১০ জুলাই) দুপুর আড়াইটার সময় নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২মেয়ে, ৫ভাই ও ১বোনসহ বহু গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ ৭/৮বছর কিডনি, হার্ট ও ডায়াবেটিকস রোগে অসুস্থ হয়ে দেশের বিভিন্ন বড় বড় হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তার জানাজা ও দাফনে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশ গ্রহন করেন। তিনি অত্যান্ত ভালো মানুষ ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান শোক প্রকাশ করেন।
এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার কর্মজীবন নিয়ে জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতি চারন করে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, নির্বাহী সদস্য মনির চৌধুরী, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, মরহুমের ভাই বাশার তালুকদার।
জানাজায় অংশ গ্রহন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, নির্বাহী সদস্য ফারুক আহমেদ, মনওয়ার কানন, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এডভোকেট শাহাজাহান মিয়া, ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ সহ সহকারী শিক্ষকবৃন্দ, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন পলাশ পাটওয়ারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সৃধীজন, আত্মীয় স্বজন ও এলাকাবাসী। জানাজা নামাজে ইমামতি করেন রামপুর ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মোঃ জহিরুল হক।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি শাহাদাত হোসেন শান্ত, ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ, রামপুর ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম।
জানা যায়, শাহাদাত তালুকদার একজন শান্ত স্বভাবের লোক ও সিনিয়র সাংবাদিক হিসেবে চাঁদপুর জেলায় পরিচিত। তিনি কয়েক যুগ ধরে সাংবাদিকতা করে আসছেন। তিনি সব সময় লিখেছেন সমাজের অসঙ্গতি নিয়ে। তার লিখুনীর মাধ্যমে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের পথ সুগম হয়েছে। তার দ্বারা এ এলাকার জনগণ বেশ উপকৃত হয়েছে। যার কারনে তিনি সাংবাদিক অঙ্গনে বেশ সুনামের সাথে বিচরন করতে সক্ষম হয়েছেন। পালন করেছেন সংবাদ পত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া সাংবাদিক শাহাদাত তালুকদার একজন শিক্ষানুরাগী হিসেবে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
এদিকে শাহাদাত তালুকদার বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন চাঁদপুর প্রেসক্লাব, বিভিন্ন পত্রিকা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে। তিনি চাঁদপুর প্রেসক্লাব ও রেডক্রিসেন্ট হাসপাতালের আজীবন সদস্য, দৈনিক চাঁদপুর দর্পণ, দৈনিক চাঁদপুর সময়, সাপ্তাহিক রুপালী চিত্রসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। তিনি নিজ ইউনিয়নের ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক কো-অপ্ট সদস্য, ছোটসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য, রামপুর ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেন। ব্যক্তি হিসেবে তিনি একজন সৎ ও মেধাবী লোক ছিলেন।
ফম/এমএমএ/