চাঁদপুর: চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, প্রথম শ্রেণীর ঠিকাদার ও সমাজ সেবক মো: নান্নু মিয়া হাওলাদারের জানাজা পূর্বে বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। আমাদের সবাইকে বুঝতে হবে, সবাই’র একদিন মৃত্যু হবে। সবাইকে এ পথে যেতে হবে। তাই আমাদের সবাইকে মৃত্যুর কথা চিন্তা করে সত্য ও ন্যায়ের পথে চলতে হবে।
তিনি মরহুম নান্নু মিয়া হাওলাদার সম্পর্কে বলতে গিয়ে বলেন, তিনি অত্যান্ত ভাল মানুষ ছিলেন। তিনি এ সমাজের অনেককে সহায়তা করতেন বলে আমার জানা রয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতে বলে আমি জানি। তাকে যেন খোদা জান্নাত বাসি করেন, সে জন্য সকলের কাছে দোয়া করার জন্য আহবান জানান।
চাঁদপুর পৌরসভার মেয়র এডভোকেট মো: জিল্লুর রহমান জুয়েল বলেন, মরহুম নান্নু মিয়া হাওলাদারের জানাজায় মানুষের উপস্থিতি দেখে প্রমান করে তিনি একজন ভাল মানুষ ছিলেন। তিনি জেলা আওয়ামীলীগের সকল কাজে সহযোগিতা করতেন বলে আমি জানি। তিনি সত্যিকার অর্থে একজন ভাল মানুষ ছিলেন এবং সমাজ সেবক ছিলেন। সব শ্রেণী পেশার মানুষকে সহায়তা দিয়েছেন। করোনার সময় আমার কিউআরসি সংস্থাকে সহযোগিতা করেছেন। তার পরিবারের সাথে আমার দীর্ঘ কাল থেকে ভাল সম্পর্ক রয়েছে। তিনি সবাইকে সহায়তা করতেন। তিনি আরো বলেন,আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করার জন্য খোদার কাছে দোয়া কামনা করেন।
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, প্রথম শ্রেণীর ঠিকাদার ও সমাজ সেবক মো: নান্নু মিয়া হাওলাদার ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি রোববার রাত ৩টা ৪০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর পূর্বে তিনি করোনা আক্রান্ত হয়ে ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ায় তার লিভারে মারাত্বক সমস্যা দেখা দেয়। যার ফলে তিনি দেশে ও ভারতে চিকিৎসা নেন। দীর্ঘ দিন যাবত তিনি লিভারের চিকিৎসার পরও লিভার সিরোসিসে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি ৬ ভাই,৩ বোন, স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয় পত্রিকা দৈনিক মেঘনা বার্তা পত্রিকার প্রধান সম্পাদক এর দায়িত্বে ছিলেন।
মরহুম নান্নু মিয়া হাওলাদারের ২য় জানাজা অনুষ্ঠিত হয় বাদ যোহর শহরের দোকানঘর জাফরাবাদ এমদাদিয়া হাফিজিয়া মাদরাসার সামনে। সেখানে মরহুম নান্নু মিয়া হাওলাদারের জীবন সম্পর্ক বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ,চাঁদপুর পৌরসভার মেয়র এডভোকেট মো: জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীগীগের সাংগঠনিক সম্পাদক মো: তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,মরহুম ছোট ভাই চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদার।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ মো. সাঈদ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মো: নান্নু মিয়া হাওলাদারের ২দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার পিতা প্রয়াত আব্দুর রহিম হাওলাদের সন্নিকটে দাফন সম্পন্ন করে চীর নিদ্রারায় সমাধিত করা হয়েছে।
মরহুমর প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১১টায় শহরের পালপাড়া বাইতুস ছালাহ জামে মসজিদে প্রাঙ্গনে। এসময় বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামীগীগের সাংগঠনিক সম্পাদক এডভোটেক মো: মজিবুর ভূইয়া, মরহুমের ছোট ভাই চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদার।
নান্নু মিয়া হাওলাদারের জানাজায় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু মাঝি, নেতা আলহাজ ওমর পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, যুগ্ম সম্পাদক রিয়াদ ফেরদৌস, লক্ষীপুর ইউপির সাবেক চেয়ারনম্যান মো: হাফেজ বেপারী, চাঁদপুর জেলা জাকের পাটির সভাপতি কাজী মাহাবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, হানারচর ইউপি চেয়ারনম্যান হাজী আব্দুর ছাত্তার রাঢ়ী, বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন মিলনসহ আরো অনেক।
উল্লখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. নান্নু মিয়া হাওলাদার হচ্ছেন, বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদারের বড় ভাই।
নান্নু মিয়া হাওলাদারের মৃত্যুতে জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের শোক প্রকাশ : বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদারের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. নান্নু মিয়া হাওলাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সচিব মো আবুল কালাম ভূঞা, জেলা পৌর সার্ভিস এসোসিয়েশন ও চাঁদপুর পৌর কর্মচারী সংসদের নেতৃবৃন্দ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ফম/এমএমএ/