চাঁদপুরের পুলিশ সুপার সাইফুল ইসলামকে প্রভাতের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
চাঁদপুর: চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মানবতার কল্যাণে নিয়োজিত অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
বুধবার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী জিলানী চিশতি কলেজের ২০২৩ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে পুলিশ সুপারকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় চাঁদপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ক্রাইম এন্ড অপস্) মোঃ রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ মহসিন, সংগঠনের প্রধান উপদেষ্টা, চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জিলানী চিশতি কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ ও সদস্য মোঃ আল আমিন। শুভেচ্ছা প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দকে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম