চাঁদপুর : চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে। কেউ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার আশায় বাজার পরিস্থিতি অস্থিতিশীল করে তুলে। তাই এখন থেকে আমরা নিয়মিত কোল্ড স্টোরেজ, গুদাম ও বড় বড় আড়তগুলোতে অভিযান পরিচালনা করবো।
তিনি বলেন, ইভটিজিং প্রতিরোধে প্রতিটি স্কুলের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। স্কুল ছুটির সময় পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরধারি বাড়বে। যাতে কেউ ইভটিজিংয়ের শিকার না হয়।
ডিসি বলেন, সকলের সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা কিশোর অপরাধ নির্মূলে অনেকাংশে সম্ভব হবে। আমরা চাই, পারিবারিকভাবে সচেতনতা তৈরি করে কিশোর গ্যাং রোধ করতে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। নির্বাচনকে ঘিরে কোনো গুজবে কান দিবেন না। একটি মহল নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকে গুজব ছড়িয়ে পরিবেশ অস্থিতিশীল করতে চায়। গুজব রটনাকারীদের বিরুদ্ধে আমাদের সাইবার সিকিউরিটি সেল রয়েছে। তারা কাজ করছে। ইতোমধ্যেই মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্নভাবে কাজ করছে। সচেতনতা তৈরি করতে বিভিন্ন স্কুলে সেমিনার, নাটক ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সাথে জড়িত সকল সরকারি বিভাগে কাজের প্রস্তুতি নিতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে তারা নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি গ্রহণ সম্পন্ন রাখে। এছাড়া কোনো কেন্দ্র যদি সংস্কারযোগ্য হয়ে থাকে তাহলে মেরামতের দ্রুত ব্যবস্থা করতে হবে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, নৌপুলিশ সুপার বেলায়েত হোসেন, চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, এনএসআই ডিডি শাহ আরমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা সড়কের সার্ভেয়ার মারুফ হোসেন প্রমুখ। সভায় নৌপুলিশ, আনসার ভিডিপি, কোস্টগার্ড, সড়ক বিভাগ, বিটাক, মৎস্য বিভাগসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/