চাঁদপুরের নবাগত জেলা প্রশাসককে স্বেচ্ছাসেবক টিমের ফুলেল সংবর্ধনা

চাঁদপুর : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ ফুলেল সংবর্ধনা জানানো হয়।

এসময় চাঁদপুর জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের দলনেতা ফারুক আহমেদ, সদস্য এম এ কুদ্দুছ রোকন, শাহরিয়া পলাশ, তোফাজ্জল হোসেন তাফু উপস্থিত ছিলেন।

এসময় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের সাথে কুশল বিনিময় ও বিশেষ নির্দেশনা প্রদান করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম