চাঁদপুর: সারাদেশে ২৫ জেলার সাথে চাঁদপুর জেলার জন্য নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ মহসীন উদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে জেলা ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
মোহাম্মদ মহসীন উদ্দিন সর্বশেষ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পরিকল্পনা-২ শাখা) হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, গত কয়েক দিন ধরে ডিসি নিয়োগের ফিটলিস্ট তৈরির জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হয়। গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ২৫ ডিসিকে প্রত্যাহার করে নেওয়া হয়। ওই দিনই চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ২৫ জনের তালিকায় ছিলেন।
জানাগেছে, মোহাম্মদ মহসীন উদ্দিন এর নিজ জেলা ময়মনসিংহ। তিনি ২৪তম বিসিএস ক্যাডার। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
ফম/এমএমএ/