চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে দিদার মাল (৩২) ও মো. সজিব গাজী (২৪) নামে তালিকাভুক্ত দুই মাদকব্যবসায়ীকে ১৫৬পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আশিকাটি ও মঠখোলা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক দেয়া তথ্যে জানাগেছে, সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ১২.০০ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক পরিদর্শক মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন আশিকাটি গ্রামস্থ ওসমান ম্যানশন নামীয় ভবনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দিদার মাল, পিতা- মৃত ওসমান মাল, মাতা- ফজিলাতুন্নেসা, সাং- আশিকাটি (ওসমান ম্যানশন), থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর কে ৫৪ (চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
যার আনুমানিক মূল্য ২ হাজার ৭ শ’ টাকা। উক্ত মামলায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
দিনের অপর অভিযানে ১৬.০০ ঘটিকা হতে ১৬.৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন খলিশাডুলী মঠখোলা এলাকাস্থ করিম বেপারীর বাড়ীর দক্ষিণ পার্শ্বে বাগানের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ সজীব গাজী, পিতা- মোঃ বাহাদুর গাজী, মাতা- মোসাঃ রোকায়া বেগম, সাং- খালিশাডুলি, মঠখোলা (গাজী বাড়ী), চাঁদপুর পৌরসভা, ১৩নং ওয়ার্ড, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর কে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
যার আনুমানিক মূল্য ৫ হাজার ১শ’ টাকা। এই বিষয়ে উপ-পরিদর্শক মোঃ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত দুই জনই তালিকাভুক্ত আসামি। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/