চাঁদপুরের জেলা প্রশাসক এর পিতা’র সুস্থতা কামনায় দোয়া

চাঁদপুর: চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর বাবা রেজাউর রহমান খান মজলিশ এর সুস্থতা কামনা করে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বাদ জুম্মা কালেক্টরেট জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়ায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর টিম লিডার ওমর ফারুকসহ ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদে ইমাম মাওলানা মো. মোশাররফ হোসাইন।

প্রসঙ্গত, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর বাবা রেজাউর রহমান খান মজলিশ  বর্তমানে ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম