‘চাঁদপুরের উন্নয়নে ডাঃ দীপু মনির বিকল্প নেই : সেলিম খান’

১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার ১০নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবলীগের ১ ও ২ নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আরাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায়  আমাদের সংসদ সদস্য ডাঃ দীপু মনি মন্ত্রী হয়েছেন। আমি আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন করতে পেরেছি। সরকারের সকল সুযোগ সুবিধা এ ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছি। এলাকার সকল রাস্তা ঘাট পাকা করে দিয়েছি। বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবছর অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে তাই এখন থেকেই দলের সবাইকে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিশেষ করে আপনার গুজবে কান দিবেন না, চাঁদপুর সদর আসনে পূণরায় ডাঃ দিপু মনি দলীয় মনোনয়ন পাবেন। কারণ দিপু মনি চাঁদপুরের উন্নয়নে যে অবদান রেখেছেন। দিপু মনির বিকল্প এই আসনে দ্বিতীয় কেউ নেই।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিজি,সহ-সভাপতি মোঃ ইউনুছ শেখ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শাবনু ,তাজুল ইসলাম মিয়াজী।

২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রিপন কাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান শেখ ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমান শেখের যৌথ পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সদস্য এড. মনির হোসেন ঢালী,আবুল হাসনাত নয়ন, জাহাঙ্গীর কবির কিশোর,ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ ফারুক মাঝি,প্রমূখ।

সম্মেলনে ইউনিয়ন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে আগামী ৩ বছরের জন্য ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আনাছ বেপারী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মোল্লা। ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন রিপন গাজী, সাধারণ সম্পাদক খোরশেদ কবিরাজ, সাংগঠনিক সম্পাদক জামাল গাজী ও মামুন ভূঁইয়া। ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।

ফম/এমএমএ/শেখ আল মামুন/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম