চাঁদপুর: এসএসসি ১৯৮৮ ব্যাচের বাংলাদেশব্যাপী বন্ধু সংগঠন ‘বাংলাদেশ ’৮৮। এই সংগঠনের চাঁদপুর জেলা প্যানেলের আয়োজনে বার্ষিক আনন্দ আড্ডা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর ) ডাকাতিয়ার তীরে মনোরম পরিবেশে চাঁদপুর রিসোর্টে এই আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে চাঁদপুর ছাড়াও ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের আটাশিয়ান বন্ধুদের মিলনমেলা ঘটে। দিনব্যাপী আনন্দ আড্ডায় মেতে ওঠে পঞ্চাশোর্ধ বয়সী বন্ধুরা। সবাই হাসি-আনন্দ, স্মৃতিচারণ ও আড্ডায় মুখর হয়ে ওঠে চাঁদপুর রিসোর্ট প্রাঙ্গণ।
সকালে নাশতা পর্বের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন এডমিন প্যানেলের অন্যতম সদস্য এয়াছিন গণি চৌধুরী, রেজওয়ানুল হক শোভন, ফারহানা ইসলাম শিখা, চাঁদপুর জেলা প্যানেলের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোশারফ হোসেন, কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহ ও আনন্দ আড্ডা উদযাপন কমিটির আহ্বায়ক এসএম মজিবুল হক রাসেল। সঞ্চালনা করেন এডমিন প্যানেলের সদস্য ও চাঁদপুর জেলা প্যানেলের সদস্য রোজিনা আফরোজ মুক্তা।
অনুষ্ঠানে বাংলাদেশ ‘৮৮-র এডমিন প্যানেলের তিনজন বন্ধুসহ অন্য জেলার বন্ধুরা অংশ নিয়ে পুরো আনন্দ আড্ডাকে প্রাণবন্ত করে তোলে। আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, ফটোসেশন, আলোচনা, খেলাধুলা, র্যাফেল ড্র ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুরে মধ্যাহ্নভোজ ছিল বন্ধুদের জন্য বেশ ভোজনবিলাসী। চাঁদপুরের ইলিশ ভোজনে আটাশিয়ান বন্ধুরা যেনো মুগ্ধ। পরে দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র্যাফেল ড্রসহ অন্যান্য পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐশ্বর্য।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, ব্যবসায়ী ও সমাজসেবক নাঈমা মোশারফ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রোজিনা আফরোজ মুক্তা, নার্গিস স্বপ্না ও খোদেজা আক্তার।