চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তপন কুমার দাস পরলোকগমন করেছেন।( দিব্যান লোকান স্ব গচ্ছতু ) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
রোববার রাত ১২ টা ৩৬ মিনিটের এর সময় কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, তার মৃত্যুতে তিনিসহ এর পূর্বে দু’ আইনজীবী মারা যাওয়াতে সমিতির পক্ষ থেকে শোক সভা ও ফুলকোর্ট রেভারেন্স পালন করা হবে। শোক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।
জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট তপন কুমার দাস ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তার স্ত্রীর নাম বিনাদাশ সরকার। তিনি ব্যক্তিগত জীবনে এক ছেলে ও দুই কন্যা সন্তান বাবা ছিল। তার বড় কন্যা ডাক্তার প্রিয়াঙ্কা দাস বৃষ্টি, ছোট কন্যা মৌমিতা দাস ও ছেলে অনব দাস। দুপুরে তাকে ইচলী মহাশ্মশানে দাহ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। রাতে জীবন দীপ এর আয়োজনে শোকসভার আয়োজন করা হয়েছে।
ফম/এমএমএ/