চাঁদপুরের অ্যাডঃ মজুমদার এ কে এম ফারুক আর নেই

সোমবার সকাল ৯ টায় জানাজা

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী  অ্যাডঃ মজুমদার এ কে এম ফারুক মারা গেছে।

রোববার (২৬ জুন) সন্ধ্যা ৭ টায় ঢাকা বারডেম হাসপাতালে তিনি মারা যান (ইন্না-লিল্লাহ…….. রাজিউন)।  আইনজীবীদের সূত্রে জানা গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সোমবার সকাল ৯ টায় শহরের চিশতিয়া মসজিদে প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ অ্যাডঃ মজুমদার এ কে এম ফারুক দীঘদীন চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আইনপেশার সাথে জড়িত ছিলেন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম